হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় বিভিন্ন পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা উৎযাপনের প্রস্তুতি

কলারোয়ায় বিভিন্ন পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা উৎযাপনের প্রস্তুতি

কর্তৃক Editor
০ মন্তব্য 105 ভিউজ

কলারোয়া প্রতিনিধি :

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বাকি আর কয়েকদিন। ২১ অক্টোবর বুধবার শুরু হওয়া পূজায় করোনা ভাইরাসের কারণে থাকছে না এবার উৎসবের আমেজ। শেষ মুহূর্তে কলারোয়া উপজেলা ব্যাপি পূজা মÐপ গুলোতে চলছে শিল্পী আর আয়োজকদের প্রস্তুতি। কলারোয়ায় পূজা মÐপ গুলোতে শেষ মুহূর্তে প্রতিমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। তবে মহামারির কারণে এবার পূজায় থাকছে না কোনো আড়ম্বর। উৎসবের অনুসঙ্গ বাদ দেয়ার পাশাপাশি মহামারি থেকে মুক্তি পেতে অসুরবিনাশী দেবীর প্রতি প্রার্থনা করবেন ভক্তরা।

উপজেলায় এবার ৪১ টি পূজা মÐপে ও মন্দিরে অনুষ্ঠিত হবে দূর্গাপূজা। আগামী ২১ অক্টোবর পূণ্য মহালায়ার মধ্য দিয়ে মর্ত্যধামে দেবী পক্ষের শুরু হবে। দূর্গা পূজার আনুষ্ঠানিকতাকে সামনে রেখে নিপুন হাতে শিল্পীরা দেবী দূর্গার প্রতিমা বাহারি রঙ্গে রাঙ্গিয়ে তুলছে। শুধু তাই নয়, প্রতিটা মন্ডপে মন্ডপে চলছে মাকে বরণ করার চূড়ান্ত প্রস্তুতি। বেশিরভাগ মন্ডপে প্রতিমা তৈরিতে কাজ শেষ করে এনেছেন শিল্পীরা। তবে, মহামারিতে কাজের পাশাপাশি আয়-রোজগারও কমেছে প্রতিমা শিল্পীদের। পূজায় নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্যবিধিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে প্রস্তুতি।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোঞ্জন সাহা জানান, এ বছর কলারোয়া উপজেলাতে ৪১ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হারান চন্দ্র পাল জানান, শারদীয় দূর্গাপূজায় এবার অনুষ্ঠিতব্য ৪১টি পূজা মন্ডপে আড়ম্বরতা না থাকলেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সকলকে স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় উৎসব পালন করার আহবান জানান। তিনি আরও জানান, এবার পূজায শান্তি-শৃংখলা বজায় রাখা এবং অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হতে পারে সেজন্য পূজা উৎযাপন কমিটির কর্মকর্তাসহ স্বেচ্ছাসেবকদের সহযোগীতায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন