হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় বিজিবি’র উদ্যোগে সীমান্তে কর্মহীন, অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় বিজিবি সদস্যদের উদ্যোগে সীমান্তে করোনায় কর্মহীন, অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (৯ আগস্ট) সকালে কাঁকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সম্মুখ সড়কের পার্শ্বে অর্ধশতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসাবে চাল, ডাল, আলু, তেল ও লবন প্রদান করা হয়।

খাদ্য সামগ্রি প্রদানকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁকডাঙ্গা সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার আবু তাহের পাটোয়ারী, তলুইগাছা সীমান্ত ফাঁড়ির কোম্পানী কমান্ডার হারুন অর রশীদসহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যবৃন্দ।

লে. কর্নেল আল মাহমুদ বলেন, সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত এলাকায় করোনায় কর্মহীন,অসহায় ও দু:স্থ মানুষের মাঝে মানবিক সহায়তায় খাদ্য প্রদান কর্মকান্ড অব্যাহত থাকবে। এলাকার সচেতন মহলসহ উপকারভোগীরা বিজিবি সদস্যদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন