হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় বালক- বালিকাদের ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তিন সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে কয়লা হাইস্কুল মাঠে।

বৃহস্পতিবার(৩০ সেপ্টেম্বর) বিকেলে ক্যাম্প শুরুর সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, জেলা ফুটবল রেফারি এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য ফারুক হোসেন স্বপনসহ কয়লা প্রগতি সংঘের নেতৃবৃন্দ।

প্রশিক্ষক হিসাবে ক্যাম্প পরিচালনা করছেন প্রাক্তন কৃতি ফুটবলার মাসউদুল ইসলাম মাসুদ।

সাফজয়ী প্রমিলা ফুটবলার সাবিনা ও মাসুরাকে এই প্রশিক্ষণ ক্যাম্পে আনার পরিকল্পনা নেয়া হয়েছে বলে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জানান।

চলতি প্রশিক্ষণ ক্যাম্পে ৩০ জন বালিকা ও ৪০ জন বালক অংশগ্রহণ করছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন