কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উৎযাপিত হয়েছে। “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার(৮ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও তথ্য আপা’র আয়োজনে প্রমাণ্যচিত্র প্রদর্শনীতা, আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ, অর্থ সহায়তা প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রমান্যচিত্র প্রদর্শনী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের স্বাগত বক্তব্য শেষে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপন্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( তদন্ত) হাফিজুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, খাদ্য গুদাম কর্মকর্তা( ভারপ্রাপ্ত) মমতাজ পারভিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সূধি, সাংবাদিক ও মহিলা বিষযক অধিদপ্তরের নারী সদস্যবৃন্দ। অনুষ্ঠানে ৭ জন অসহায়- দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, ২৮ জন নারীর মাঝে ২ লাখ ৩৩ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। সব শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
