হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় ’বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দু:স্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

কলারোয়ায় ’বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দু:স্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 108 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি:
কলারোয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ’বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দু:স্থ-অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন।

অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সেলাই প্রশিক্ষক বেলাল হোসেন। সভা শেষে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬ জন দু:স্থ-অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন