হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ৪টি খেলায় পৌরসভাসহ লাঙ্গলঝাড়া,দেয়াড়া ও কয়লা ইউনিয়ন দল জয়ী

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ-১৭) ২য় দিনে পর্যায়ক্রমে ৪টি খেলায় লাঙ্গলঝাড়া, পৌরসভা, দেয়াড়া ও কয়লা ইউনিয়ন দল জয়লাভ করেছে।

শনিবার (২৯ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সরকারি পাইলট হাইস্কল ফুটবল মাঠে ২য় দিনের(অনুর্দ্ধ বালক) প্রথম ম্যাচে মুখোমুখি হয় কেরালকাতা বনাম লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ। নির্ধারিত সময়ে ড্র থাকায় ট্রাইব্রেকারে ৩-২ গোলে লাঙ্গলঝাড়া জয়লাভ করে।

২য় খেলায় কলারোয়া পৌরসভা ও কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে কলারোয়া পৌরসভার রাসেলের (৩) দু’টি গোলে দল জয়লাভ করে। বিকেলে দিনের ৩য় খেলায় মুখোমুখি হয় দেয়াড়া বনাম জালালাবাদ ইউনিয়ন পরিষদ। নির্ধারিত সময়ের প্রথমার্ধের ১০ ও দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে দেয়াড়ার রিজভী (১০) ২টি গোল করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

৪র্থ খেলায় কুশোডাঙ্গাকে ২-০ গোলে হারিয়ে জয়লাভ করে কয়লা। বিজয়ী দলগুলো পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যাতা অর্জন করেছে। খেলাগুলি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, ফারুক হোসেন স্বপন, রাশেদুল হাসান, মোশাররফ হোসেন, সাইদুর রহমান ও সাজু হাওলাদার। মেডিকেল টিমের দায়িত্বে ছিলেন সহকারী প্রোগ্রামার মোতাহের হোসেন, স্যাকমো পিয়াস কুমার দাস, সুজন দাস ও রেজাউল করিম লাভলু।

ধারাভাষ্যে ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন, মিজানুর রহমান ও রুস্তম আলী। মাঠে উপস্থিত থেকে খেলাগুলি উপভোগ করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, পৌর মেয়র মেয়র মনিরুজ্জামান বুলবুল, জাহিদুর রহমান খান চৌধুরী, এ্যাড. শেখ কামাল রেজা, দীলিপ ঘোষ, চেয়ারম্যান সম মোরশেদ, নুরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, মাহবুবুর রহমান মফে, আবুল কালাম আজাদ, সাংবাদিক হাবিবুর রহমান রনিসহ ক্রীড়া মোদী দর্শকবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন