কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যদের অভিযানে ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা জায়, মাদরা বিজিবি ক্যাম্পের সদস্যরা বুধবার ভোর রাতে সীমান্তে টহলকালে আশরাফুল ইসলাম(২০) কে আটক করেন। আটকের পর তার দেহ তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিলি উদ্ধার করা হয়। আটক আশরাফুল ইসলাম উত্তর বোয়ালিয়া গ্রামের মৃত: হামজের সরদারের পুত্র।
এ ব্যাপারে মাদরা বিওপি’র নায়েক আহসান হাবিব বাদি হয়ে আটক আশরাফুলের বিরুদ্ধে কলারোয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৩৭, তারিখ-২৯-১২-২১ ইং।
থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান আটককৃতকে বুধবার সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।