কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে বেনাপোল ক্রিকেট একাডেমী জয়ী হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয় বেনাপোল ক্রিকেট একাডেমি বনাম তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব।
স্বাগতিক দল টসে জয়লাভ করে ব্যাট করতে নেমে নিধারিত ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে মেহেদী ১০০ (নট আউট), সাইদ ৫২, সাগর ২২ রান করে সংগ্রহ করে। বেনাপোল এর পক্ষে আবু সাইদ ৩, ও রানা, মহিবুল ২ টি করে উইকেট লাভ করে। জবাবে বেনাপোল ক্রিকেট একাডেমী ২১৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। বেনাপোলের পক্ষে রনি ৬৯, হাবিব ৩২, রানা ৩০ রান সংগ্রহ করে। বোলিং এ তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের জাকির, ইমন ২টি করে উইকেট লাভ করে।
প্রীতি ক্রিকেট ম্যাচের শুরুতেই খেলোয়াড়দেও সাথে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সিনিয়র সাংবাদিক সহকারি অধ্যাপক আনিছুর রহমান, ক্রীয়া ব্যক্তিত্ব গোলাম মোর্শেদ লিটন, বেনাপোল দলের পরিচালক রনি, ক্রীড়া ব্যক্তিত্ব শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন। খেলাটি পরিচালনা করেন হাসান ও সজিব । স্কোরার ছিলেন সাগর, সাইদ হোসেন।
s