হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় প্রান্তীক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কলারোয়ায় প্রান্তীক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 75 ভিউজ

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার (২২নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তার সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, শেখ ইমরান হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূধিসহ প্রান্তীক কৃষকবৃন্দ। সভা শেষে, রবি ও খরিপ-১/২০২০-২০২১ মৌসুমে প্রণোদনা ও পূর্ণবাসন কর্মসূচির আওতায় উপজেলার ১৪ শ’ ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়

সম্পর্কিত পোস্ট

মতামত দিন