কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়ায় প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। সর্ব সম্মতিক্রমে সহাকারি শিক্ষক আরিফুজ্জামান কাঁকনকে সভাপতি ও সহকারি শিক্ষক সিরাজুল ইসলাম সিরাজকে, সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয সহকারী শিক্ষক সমিতির (রেজি: নং- এস-১২০৬৮) এর আলোকে উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। মঙ্গলবার(২ ফেব্রুয়ারি) সকালে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষ্যে সহকারি শিক্ষকদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষক আরিফুজ্জামান কাঁকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক সিরাজুল ইসলাম সিরাজ, মঈনুজ্জামান মিলন, সাইফুল ইসলাম, ইমামুর রহমান, আমিনুর রহমান সবুজ, অনুপ কুমার ঘোষ, রাজিবুল ইসলাম, নজরুল ইসলাম, মাহাবুবুর রহমান, মোস্তাফিজুর রহমান, জাহিদুল আলম সুজিত কাঞ্চিলাল, হারুন-অর-রশিদ, গোলাম কুদ্দুস, আমিরুল ইসলাম, ইরানি আক্তার, হাবিবা খাতুন, ময়না খাতুন, মনোয়ারা আফরিন, মেহজাবিন জয়িতাসহ অনান্য সহকারি শিক্ষকবৃন্দ।
সভাটি পরিচালনা করেন সহকারি শিক্ষক আব্দুল ওহাব মামুন। উল্লেখ্য, সভায় সর্ব সম্মতিক্রমে সহকারি শিক্ষক আরিফুজ্জামান কাঁকনকে সভাপতি, সিরাজুল ইসলাম সিরাজকে সাধারন সম্পাদক ও মঈনুজ্জামান মিলনকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
s