হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় প্রাণিসম্পদ দপ্তরে ছাগলের মেলা ও পুরস্কার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ছাগলের মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে ব্লাকবেঙ্গল ছাগলের জাত উন্নয়ন ও সম্পসারণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার আব্দুর রউফ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে মেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার অমল কুমার সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম,ডাক্তার সাইফুল ইসলামসহ পশু খামার ব্যবসায়ীসহ সূধিবৃন্দ। মেলায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী ছাগল খামারীকে রঙ্গিন টেলিভিশন ও ১৫ জন খামারাীকে সান্তনা পুরস্কারে পুরস্কৃত করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন