দীপক শেঠ,কলারোয়া :
কলারোয়ায় ’প্রতিশ্রতি সংঘ ঢাকা সংগঠনে’র অর্থায়নে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ও করোনার প্রার্দুভাবে অসহায় পরিবারে মাঝে সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের তত্তাবধানে রবিবার (৫ জুলাই) বিকালে পৌরসদরের ঝিকরা হরিতলা পূজা মন্ডপে অসহায় ৫০টি পরিবারের মাঝে ৫ কেজি করে আটার প্যাকেট বিতারণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ রায়, সন্তোষ সরদার, উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি উজ্জল দাশ, সাধারণ সম্পাদক গোপাল ঘোষ, কাত্তির্ক মন্ডল, যুব ঐক্য পরিষদের সভাপতি জয় দাশ, সদানন্দ পোদ্দার, কৃষকলীগ নেতা আবু সাইদসহ সংগঠনের সদস্যবৃন্দ।