হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় পুলিশ অভিযানে ফেনসিডিল ভর্তি পিকআপসহ গ্রেফতার-১

কলারোয়ায় পুলিশ অভিযানে ফেনসিডিল ভর্তি পিকআপসহ গ্রেফতার-১

কর্তৃক
০ মন্তব্য 96 ভিউজ

কলারোয়া প্রতিনিধি:

কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২ শত বোতল ফেনসিডিল ভর্তি একটি পিকআপসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুস সামাদ (৩৬) উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাপাঘাট গ্রামের মৃত মতিয়ার সরদারের ছেলে। থানা সূত্রে জানা যায, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার এএসআই কামালের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার (১৬ জুন) ভোর ৪টার দিকে উপজেলার কাজিরহাট বাজারের চৌরাস্তা মোড় এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল ভর্তি পিকআপ (যশোর-ন- ১১-০৩০৭) সহ সামাদকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত পিকআপের বডির নীচে অভিনব কায়দায় তৈরী করা চেম্বারের ভিতরে ২ শত বোতল ফেনসিডিল লুকিয়ে রাখা হয়েছিলো বলে জানা যায়। এ ব্যাপারে কলারোয়া থানার সেকেন্ডে অফিসার এসআই রাজ কিশোর পাল জানান, কলারোয়া থানায় মাদক আইনে গ্রেফতারকৃত আব্দুস সামাদ ও পলাতক মাদক ব্যবসায়ী হিজলদি গ্রামের ফকির পাড়ার মৃত মোহাম্মাদ সরদারের ছেলে আজগর সরদার (৫০) ও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দায়ের করা হয়েছে। যার নং-১৪/১৬-০৬-২০ইং। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনির-উল-গীয়াস মামলার বিষয়টি নিশ্চিত করে জানান পলাতাক আসামীদের গ্রেফতার করতে পুলিশ তৎপর।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন