হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় পুলিশি অভিযানে ৪ আসামী গ্রেফতার

কলারোয়ায় পুলিশি অভিযানে ৪ আসামী গ্রেফতার

কর্তৃক
০ মন্তব্য 175 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া :

কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে সিআর মামলাসহ ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে । থানা সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) বুরহান উদ্দিন,এসআই ইস্রফিল, এসআই রুবেল আহমেদ,এএসআই মফিজুর রহমান,এএসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর রাতে পৃথক সময় অভিযান চালিয়ে ৩ জন সিআর ও ১জন নিয়মিত মামলার আসামীকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা উত্তর পাড়া এলাকার মৃত: কুদরুতুল্লাহ’র ছেলে মনিরুজ্জামান,কেরালকাত্ ইউনিয়নের কিসমত ইলিশপুর গ্রামের মৃত: শেখ সয়িলের ছেলে শেখ আলামিন, একই ইউনিয়নের কোমরপুর গ্রামের শহর আলী গাজীর ছেলে শাহাজাহান আলী ও হেলাতলা ইউনিয়নের দিগং দক্ষিনপাড়া গ্রামের মৃত: জামাল বিশ্বাসের ছেলে আব্বাস উদ্দীন। থানার অফিসার ইনচার্জ শেখ মুনির উল গীয়াস আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদেরকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন