হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় পুলিশি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কলারোয়ায় পুলিশি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কর্তৃক
০ মন্তব্য 136 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া :

কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা যায়,শনিবার (৮আগস্ট) বিকাল ৪টার দিকে কলারোয়া-চান্দুড়িয়া সড়কের দমদম নতুন বাজার সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় । গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সীমান্তবর্তী উত্তর ভাদিয়ালী গ্রামের আজিবর কারিগরের পুত্র আমির হোসেন (৩০), একই গ্রামের আমিনুর কারিগরের পুত্র ইনজামুল হাসান (২২) ও রিয়াজ উদ্দিন কারিগরের পুত্র ইমরান হোসেন কারিগর (২৫)। তাদের দেহ তল্লাশি করে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

এ ব্যাপারে কলারোয়া থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন