হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় পুলিশি অভিযানে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১২২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের পূর্ব ভাদিয়ালী গ্রামের মৃতঃ আজিজ সরদারের ছেলে আঃ গফ্ফার(৪৫) ও উত্তর ভাদিয়ালী গ্রামের কাশেম আলীর ছেলে আজিজুল ইসলাম(২৮)।

থানা সূত্রে জানা যায়, বুধবার(২০ জানুয়ারী) ভোর ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সোহারাব হোসেন ও এএসআই রাকিবুর হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে কেরালকাতা ইউনিয়নের বহুড়া গ্রামস্থ সিদ্দিকের আমবাগানে ১২২ বোতল ফেনসিডিল বিক্রিকালে তাদেরকে আটক করা হয়।

আরও জানা যায়,ফেনসিডিল বিক্রয়ের সময় পুলিশি অভিযানের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে কয়েকজন মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয় । এ ব্যাপারে, কলারোয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে জানিয়ে, থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবির বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন