হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় পুলিশি অভিযানে প্রাইভেটকার ভর্তি ফেনসিডিলসহ গ্রেফতার-১

কলারোয়ায় পুলিশি অভিযানে প্রাইভেটকার ভর্তি ফেনসিডিলসহ গ্রেফতার-১

কর্তৃক
০ মন্তব্য 100 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি:

কলারোয়া থানা পুলিশি অভিযানে আবারও ২শত বোতল ফেনসিডিল ভর্তি প্রাইভেটকারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হাবিবুর রহমান (২২) উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের পারিখুপি গ্রামের জাহান আলীর পুত্র। থানা সূত্রে জানা যায, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) বুরহান উদ্দীনের নেতৃত্বে এসআই(নি:) সূবির কুমার,এসআই(নি:) কেএম রেজাউল করিম,এসআই(নি:) কামাল হোসেনসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টার দিকে পারিখুপি গ্রামের রাস্তা থেকে প্রাইভেটকারভর্তি ২শ’ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে কলারোয়া থানায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা(যার নং-১৬/১৭-০৬-২০ইং) হয়েছে এবং গ্রেফতারকৃতকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ শেখ মুনির-উল-গীয়াস জানান। উল্লেখ্য, কয়েকঘন্টা (প্রায় ১৮ঘন্টা) আগে ১৬ জুন মঙ্গলবার উপজেলার কাজিরহাট বাজার সংলগ্ন এলাকা থেকে অনুরূপভাবে ২শ’ বোতল ফেনসিডিলভর্তি পিকআপসহ আব্দুস সামাদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন