কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ার পল্লীতে বাড়ির ‘হাউজে’র পানিতে ডুবে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, উপজেলার জয়নগর ইউনিয়নের গাজনা গ্রামে।
ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়,গাজনা গ্রামের মনিরুদ্দীন সরদারের কন্যা হালিমা (২বছর) গুটিগুটি পায়ে খেলার ছলে বাড়িতে ধান ভেজানো পানি ভর্তি হাউজের কাছে চলে যায়। সকলের অজান্তে সকাল ১০ টার দিকে শিশুটি হাউজে পড়ে যায়। বিষয়টি জানার পর তাকে দ্রুত উদ্ধার করে সরসকাটি বাজারে ডাক্তারের শরনাপন্ন হলে কর্ত্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষনা করেন। জয়নগর ইউপি’র ১ নং ওয়ার্ডের সদস্য ইমাদুল হক করুন শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।