কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি:
কলারোয়ায় এক পরিবহন শ্রমিকের বাড়িতে আগুন লেগে নগদ টাকাসহ বিভিন্ন ব্যবহৃত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে,বৃহস্পতিবার(১১ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা বাজার সংলগ্ন ড্রাইভার লাল্টুর বাড়িতে।
ক্ষতিগ্রস্থ পরিবারের অভিভাবক ড্রাইভার লাল্টু জানান, বৃহস্পতিবার দুপুরের খাওয়া শেষ করে স্ত্রী-সন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে পুড়া গন্ধে তার ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে উঠে দেখে রান্না ঘরসহ অনান্য ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন জিনিস দাউ দাউ করে জ্বলছে।
এক সময় লাল্টুর আত্মচিৎকারে এবং পোড়া গন্ধে প্রতিবেশিরা ছুটে এস আগুন নিভানোর চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রনে এলে লাল্টু জানান, তার ঘরে থাকা নগদ ৬৫ হাজার টাকা,ব্যবহৃত টেলিভিশন, সেলাই মেশিন, হাঁড়ি- পাতিল ও শীতবস্ত্রসহ বিভিন্ন জিনিস পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি আরও জানান, দুই কক্ষ বিশিষ্ট ঘরের ১টি ঘর পুড়ে ভষ্মিভূত,নগদ ৬৫ হাজার টাকা ও লক্ষাধিক টাকার আসবাবপত্র ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টি জানতে পেরে, থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, থানার এসআই ই¯্রাফিল ও স্থানীয় ইউপি সদস্য আব্দুস ছাত্তার ভষ্মিভূত বাড়ি পরিদর্শন করেন। আগুন লাগার বিষয়টি শর্ট সার্কিট বলে থানা পুলিশসহ স্থানীয়রা মনে করেন।
s
