হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমানের মডেল স্কুল পরিদর্শন

দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা) :

কলারোয়ায় নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান কর্মস্থলে যোগদানের ৪র্থ কর্মদিবসে মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার( ৩ নভেম্বর) সকাল ১০ টায় তিনি কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে পরিদর্শনে গেলে বিদ্যালয়ের পক্ষ থেকে নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসারকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। পরে তিনি বিভিন্ন শ্রেণীর পাঠদান ও প্রাক নির্বাচনী পরীক্ষার কক্ষ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি নিয়মিত পাঠ্য পুস্তকের জ্ঞান অর্জন সহ খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার উপর মনোনিবেশ করতে শিক্ষার্থীদের উপদেশ প্রদান করেন। পরিদর্শন শেষে বিদ্যালযের অফিস কক্ষে শিক্ষক ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়ে শুভেচ্ছা জ্ঞাপন করে স্কুলের সার্বিক সাফল্য কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন, সহকারী প্রধান শিক্ষক আবু সাঈদ, সিনিয়র শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, মাস্টার উত্তম কুমার পাল, জেহের আলী, মহিউদ্দীন কবির, হোসনেয়ারা পারভিন, রেজিনা খাতুন, আঃ মান্নান, রেহেনা পারভীন, গোলাম রসুল, নাসির উদ্দীন, আবিদুর রহমান, হাবিবুল ইসলাম, অফিস সহকারী সমীরন কুমার হোড়, কর্মচারী মহিদুল ইসলাম ও লিমা খাতুন প্রমুখ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন