হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় নতুন ৫ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত ॥ শতকরা শনাক্তের হার-১৯ ভাগ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭ জনের র‌্যাপিড এন্টিজেন কিটস দিয়ে পরীক্ষায় ৫ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা-১৮.৫১ ভাগ। আক্রান্তদের মধ্যে ২ নারী, ৩ জন পুরুষ।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার (১৬ আগষ্ট) করোনায় শনাক্ত ৫ ব্যক্তি হলেন- উপজেলার কেরালকাতা ইউনিয়নের দরবাশা গ্রামের ইনছার আলী(৭৩), চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের মিনা খাতুন(৩১), কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের আব্দুল হালিম(৪৯), লাঙ্গলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া গ্রামের ঝর্না বেগম(৭০) ও পৌরসভাধীন ঝিকরা গ্রামের সঞ্জয় সাহা(৪৮)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন এবং কোভিড-১৯ মোকাবেলায় সকলকে মাস্ক পরিধান, সামাজিক(শারীরিক) দূরত্ব বজায় ও সরকারি নির্দশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি অনুসরন করে চলার আহবান জানান । এ দিকে, করোনায় আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে লকডাউনের ব্যবস্থা করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন