দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা) :
কলারোয়ায় খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব ’বড়দিন’ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে উৎযাপিত হয়েছে। ২৫ ডিসেম্বর (শনিবার) শুভদিনে দিনব্যাপি খ্রিষ্টান সম্প্রদায়ের শিশু, কিশোর, কিশোরী, নারী-পুরুষ সকলেই সম্মিলিত ভাবে প্রার্থনা, কেক কাটা, যিশুর গুণকীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ধর্মীয় উৎসবে মেতে উঠেছেন।
উপজেলার ২৬টি খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় (গির্জা-চার্চ)কে রঙ্গিন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে স্ব-স্ব মিশনের আয়োজনে যাত্রা, কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উৎযাপিত হয়েছে। শুভদিনে খ্রিষ্টান ধর্মালম্বী শিশু সহ সকল বয়সের মানুষ সান্তা ক্লজ ক্রিসমাস টুপি ও নতুন পোশাক পরে বড়দিনের প্রার্থনায় শরিক হয়েছেন।
কলারোয়া উপজেলা বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন’র সভাপতি মি: প্রশান্ত মন্ডল ও সাধারন সম্পাদকমি: রনজিৎ মন্ডল জানান, এ বছর ধানদিয়া ক্যাথলিক মিশন, জয়নগর, জেলটুপি, কয়লা, খোরদো, কমারালী, শাকদাহ, গোয়ালচাতর, ক্ষেত্রপাড়া, রঘুনাথপুর, ওফাপুর, কাজীরহাট ক্যাথলিক মিশন, ওফাপুর শালম চার্চ, বলিয়ানপুর শালোম চার্চ, রামকৃষ্ণপুর শালোম চার্চ, ভি খালি লুথারেন্স চার্চ, শাকদাহ ব্যাপ্টিষ্ট চার্চ, শিবানন্দকাটি ব্যাপ্টিষ্ট চার্চ, শিবানন্দকাটি শালোম চার্চ, ওফাপুর খ্রীষ্টিয় মন্ডলী, জালালাবাদ টালিথাকুমি চার্চ, ক্ষেত্রপাড়া শালোক চার্চ, রামকৃষ্ণপুর টালিথাকুমি চার্চ, কুশোডাঙ্গা লুথারেন চার্চ,বসন্তপুর আর্ম সালভিশন চার্চ ও গাজনার টালি থাকুমী চার্চে প্রার্থনা সহ নানান আয়োজনে বড়দিন উৎযাপিত হয়েছে।
খ্রিস্টান ধর্মীয় বড়দিনের উৎসবে ধানদিয়া ক্যাথলিক মিশন সহ বিভিন্ন গীর্জায় তালা-কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ উপস্থিত হয়ে উৎসবের আনন্দ ভাগ করে দেশের উন্নয়ন, অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এ সময় থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, খ্রিষ্টান ধর্মালম্বীদের বড়দিন উৎযাপনে গির্জা-চার্চ সমূহে শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে পুলিশি ব্যবস্থা জোরদার করা রয়েছে।