কলারোয়া প্রতিনিধি:
কলারোয়ায় দুস্থ মানুষের মাঝে এমপি’র ঐচ্ছিক তহবিল থেকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। শনিবার (২৭জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে তালা-কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ উপস্থিত থেকে ৮জন দুস্থ মানুষের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য,অনু: ১৪ জাতীয় দলের প্রতিভাবান মহিলা ফুটবলার চুমকিসহ ৮ জনের হাতে পৃথকভাবে এমপি’র ঐচ্ছিক তহবিল থেকে ৫০(পঞ্চাশ) হাজার টাকার চেক অনুদান হিসাবে প্রদান করা হয়।