হোম এক্সক্লুসিভ কলারোয়ায় থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত দিনমজুরের কন্যার চিকিৎসায় মানবিক সাহায্যের আবেদন

কলারোয়ায় থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত দিনমজুরের কন্যার চিকিৎসায় মানবিক সাহায্যের আবেদন

কর্তৃক
০ মন্তব্য 113 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি :

কলারোয়া উপজেলার ৬নং সোনাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ সোনাবাড়িয়ার দরিদ্র দিনমজুর আনসার আলীর কন্যা মোছাঃ রেহানা খাতুন থ্যালাসেমিয়া (জন্মগত রক্তস্বল্পতা) রোগে আক্রান্ত হওয়ায় চিকিৎসার জন্য সকলের সহযোগীতা কামনা করেছেন। দরিদ্র দিনমজুর পিতার নবম শ্রেণিতে পড়ুয়া সতের বছর বয়সী ফুটফুটে বালিকা রেহানা জন্ম থেকেই থ্যালাসেমিয়া (জন্মগত রক্তস্বল্পতা) রোগে আক্রান্ত।

অসহায় পরিবার জানান, কিছুদিন পূর্বে সে এ্যাপেন্ডিসাইটিস রোগে আক্রান্ত হয়। এজন্য বাধ্য হয়েই কলারোয়াতে তার অপারেশন করা হয়। স্বাভাবিক ভাবেই থ্যালাসেমিয়া রোগীর জন্যে যেকোনো ধরনের সার্জারী বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখায়। সার্জারির পর থেকেই তার অবস্থার ক্রমশ অবনতি ঘটে ও পুরো শরীরের রক্তে ইনফেকশন ছড়িয়ে পরে।

এমতাবস্তায় তার উন্নত চিকিৎসার জন্যে লক্ষাধিক টাকার প্রয়োজন, যা তার দরিদ্র পিতার পক্ষে কোনোমতেই সংস্থান করা সম্ভব হচ্ছে না। সেজন্য রেহানার পরিবার সমাজের সকলের কাছে মানবিক (বিকাশ- ০১৭৪২২৯০০০১, রকেট- ০১৭৭৯৫৫৪১৮০ নং এ ) সাহায্য কামনা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন