হোম ফিচার কলারোয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকালে ২ যুবক আটক, হ্যান্ডকাপ সহ লক্ষাধিক টাকা উদ্ধার

দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা) :

কলারোয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ২ ছিনতাইকারী জনতার হাতে আটক হয়ে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে,হেলাতলা ইউনিয়নের দমদম বাজার সংলগ্ন ঝাঁপাঘাট গ্রামে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার(৬ জানুয়ারী) সন্ধ্যা ৬ টার দিকে হ্যান্ডকাপ সহ ডিবি পুলিশ পরিচয়ে ৩ জন যুবক দামোদারকাটি গ্রামের ব্যবসায়ী মিন্টুকে ঝাঁপাঘাট এলাকায় পথরোধ করে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এক পর্যায়ে মিন্টুর কাছে থাকা ব্যাগে ১ লাখ টাকা ছিনিয়ে নেয়।

এ সময় মিন্টু চিৎকার করতে থাকলে পার্শ্ববর্তী মাঠ ও এলাকা থেকে লোকজন ছুটে এসে ভূয়া নামধারী ২ ডিবি পুলিশকে আটক করে। অপর ১ ভূয়া ডিবি পুলিশ পালিয়ে যেতে সক্ষম হয়।

স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে জানালে আটককৃত যশোর জেলার শার্শা উপজেলার সাতাই গ্রামের নজরুল ইসলামের দুই ছেলে গোলাম রসুল (২৫) ও সোহাগ হোসেন(২৩)কে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় ।

জানা গেছে, আটককৃতদের কাছ থেকে একটি হ্যান্ডকাপ সহ নগদ ১ লাখ ৭ হাজার ৫ শত’ ৩০ টাকা উদ্ধার করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী দলকে শনাক্ত করতে এলাকায় পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ জানুয়ারী) রাতে হেলাতলা মোড়ের এক মুদি সহ মোবাইল ফোন ব্যবসায়ী বাবুল রহমানের কাছ থেকে ডিবি পুলিশ পরিচয়ে একই কৌশলে নগদ ২ লাখ টাকা ও ৬ টি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন