কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় টিসিসি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ৩য় খেলা অমীমাংসিত ভাবে শেষ হওয়ায় জয়-পরাজয় নির্ধারন করা যায়নি। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) জি,কে,এম,কে সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজিত টি.সি.সি. কাপ ক্রিকেট টুর্নামেন্টের ৩য় খেলায় মুখোমুখি হয় কলারোয়া ক্রিকেট একাডেমি ও বেনাপোল ক্রিকেট একাডেমি।
টসে জয়লাভ করে বেনাপোলের অধিনায়ক রনি ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহন করেন। ফলে কলারোয়া ক্রিকেট একাডেমি ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে। কলারোয়ার পক্ষে সুমন ৪২ (৩০), সাকিল ২৪ (১৫) রান সংগ্রহ করে। বেনাপোলের পক্ষে হাবিব ৩, রানা ও মুন্না ২টি করে উইকেট লাভ করেন।
জবাবে বেনাপোল টিম ১৮.৩ বল খেলার সময় ১১২ রান সংগ্রহ করে ৮ উইকেট হারিয়ে। ঠিক এসময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে আম্পায়ারদ্বয় খেলা বন্ধ ঘোষণা করেন।
খেলার ফলাফল পরে জানানো হবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়।
এদিকে, খেলার শুরুতে উভয় দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় কওে খেলা উপভোগ করেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী,পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, প্রেসক্লাব সভাপতি শিক্ষক দীপক শেঠ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব,অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফ্ফার, সাংবাদিক সহকারি অধ্যাপক এ,এম, আনিছুর রহমান, শিক্ষক কাঁকন সহ ক্রিড়াপ্রেমী দর্শকবৃন্দ।
খেলাটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন ও মাস্টার মিজানুর রহমান। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন। শুক্রবার একই মাঠে ব মনিরামপুর একাডেমি ও ব্যাসিক ক্রিকেট একাডেমি পরষ্পর মুখোমুখি হয়ে প্রতিদ্বন্দীতা করবে বলে আয়োজক কমিটি জানান।