দীপক শেঠ,কলারোয়া :
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস খাদ্য সামগ্রী প্রদান করলেন টিউমারে আক্রান্ত চিকিৎসাধীন শিশু শরিফা খাতুনকে। রবিবার (২ আগস্ট) বেলা ১২ টার দিকে কলারোয়া থানা চত্ত্বরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’র) প্রতিনিধি হিসেবে অসুস্থ শরিফা ও তার পিতার হাতে খাদ্য সামগ্রী উপহার তুলে দেন কলারোয়া থানা পুলিশের এ এস আই নূর আলী।
এ সময় কলারোয়া থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা বৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন কেঁড়াগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আমরা সেবক একতা সংঘ’র প্রতিষ্ঠাতা শেখ রুহুল কুদ্দুস, সাংবাদিক ফারুক রাজ, সম্পাদক শফিকুর রহমান।
বিরল শিং আকৃতির টিউমারে আক্রান্ত শরিফাকে খাদ্য সামগ্রী উপহার হিসেবে পর্যাপ্ত পরিমাণে চাল, ডাল, আলু, ও ভোজ্য তেল প্রদান করা হয়।
উল্লেখ্য, জন্ম থেকে মাথায় টিউমার উপসর্গ নিয়ে বেড়ে ওঠে শরিফা । পরে তা রুপ নেয় বিরল শিং আকৃতির টিউমারে। আক্রান্ত শরিফা কে নিয়ে দীর্ঘ ১০ মাসের অধিক সময় ঢাকায় থেকে চিকিৎসা নেয়ার পর তার পরিবার বর্তমানে চরম সংকটের মধ্যে দিনাতিপাত করছেন।
এ জন্য শিশুটির প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন তার পরিবারসহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।