হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় ঝুলন্ত নারী ও যুবকের মরদেহ  উদ্ধারের ঘটনায় ২ ব্যক্তি গ্রেফতার 
কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধিঃ
কলারোয়ায় একই রশিতে গলায় ফাঁস লাগানো নারী ও পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, মৃতঃ গৃহবধু ফাতেমা বেগমের, স্বামী শেখ হাসান ও তার ছোট ভাই আসাদ। এ ব্যাপারে অপর ঝুলন্ত মৃতঃ যুবক করিম পাড়ের পিতা জয়নাল পাড় বাদি হয়ে কলারোয়া থানায় হত্যা মামলা(নং-৬, ৭-০২-২১ ইং) দায়ের করেছেন।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) মীর্জা সালাউদ্দীন সোমবার (৮ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে হত্যা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার(৭ ফেব্রুয়ারী) উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামে গাছের ডালে একই রশিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারকৃত মরদেহ গৃহবধু ফাতেমা বেগম ও যুবক করিম পাড়ের মৃত্যু আত্মহত্যা না।  এটি হত্যার সাথে যুক্তদের একটি সাজানো বিষয।
তিনি আরও জানান, হত্যার ঘটনায় ব্যবহৃত লোহার রড উদ্ধার করা হয়েছে। প্রাথমিক  অনুসন্ধানে জানা গেছে, হত্যার শিকার গৃহবধু ও যুবকের আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে মৃত গৃহবধুর স্বামী শেখ হাসান ও তার ছোট ভাই আসাদসহ অন্যরা তাদেরকে লোহার রড দিয়ে বেদম মারপিটের পর শ্বাস রোধ করে আত্মহত্যা বলে চালাতে পরিকল্পিতভাবে পার্শ্ববর্তী গাছের ডালে একই রশিতে মৃতদের ঝুলিয়ে রাখা হয়েছিলো।
অধিকতর পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীদের জবানবন্দীর জন্য সোমবার সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির জানান, উদ্ধারকৃত ২ ব্যক্তির ঝুলন্ত মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।
উল্লেখ্য, রবিবার(৭ ফেব্রুয়ারী) সকালে গাছের ডালে একই রশিতে উপজেলার শ্রীপতিপুর গ্রামের শেখ হাসানের স্ত্রী গৃহবধূ ফাতেমা বেগম (৪০)  ও একই জেলার শ্যামনগর উপজেলার ধুমঘাট দক্ষিন পাড়ার জয়নাল পাড়ের ছেলে  করিম পাড়ের (৩০), ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
s
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন