হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেনের কোভিড-১৯ প্রতিরোধে মাক্স বিতরণ
কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধিঃ
কলারোয়ায় জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেনের উদ্যোগে কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচার- প্রচারনা ও মাক্স বিতরণ করা হয়েছে। সোমবার(২২ মার্চ) সকাল ১১ টার দিকে পৌর সভার চৌরাস্তা মোড় সংলগ্ন জেলা পরিষদ সদস্যের নিজস্ব কার্যালয় থেকে পৌর সদরে পথচলতি মানুষ সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্রেতা- বিক্রেতাদের মাঝে মাক্স বিতরণ করা হয়।
মাক্স বিতরণের সাথে সকলকে সচেতন করতে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে প্রচার- প্রচারনা করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির।
সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগের সহ সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিতরনকালে অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারন সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারন সম্পাদক মাস্টার রাশেদুল হাসান কামরুল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, অর্থ সম্পাদক এমএ সাজেদ, সাতক্ষীরা টাইমস ডট কম অন লাইন পোর্টালের সম্পাদক আলতাফ হোসেন বাবু, কলারোয়া নিউজের প্রকাশক ও আওয়ার নিউজ বিডি ডট কম নিউজ পোর্টালের সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, আওয়ার নিউজ বিডি ডট কম এর স্টাফ রিপোর্টার মিকাঈল হোসেন, এসআই হামিদুর রহমান, এএসআই আব্দুর রকিব, ইউপি সদস্য আব্দুস ছাত্তার, যুবলীগ নেতা শেখ মিঠু, সাবেক ছাত্রলীগ নেতা রুবেল মল্লিক, সম্রাট ও ব্যবসায়ী হেলাল হকসহ সূধিজন। প্রচারকালে সর্বস্তরের মানুষকে মাক্স পরিধানসহ স্বাস্থ বিধি অনুসরন করে চলার আহবান জানানো হয়।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন