কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ও সাবেক ফিফা রেফারি সাতক্ষীরা জেলার কৃতি সন্তান ক্রীড়াব্যক্তিত্ব তৈয়ব হাসান শামসুজ্জামান বাবুকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সোমবার সকালে সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ওই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস।
সংবর্ধিত প্রধান অতিথি সম্প্রতি জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত রেফারি ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু ক্রীড়াঙ্গনে কলারোয়া মাঠের বিভিন্ন স্মৃতিচারণ করে বলেন,, এই মাঠের ক্রীড়াপ্রমী কর্মকর্তা ও দর্শকদের ভালবাসায় আমি মুগ্ধ। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরো বলেন সম্প্রতি অর্জিত জাতীয় ক্রীড়া পুরস্কারের সম্মান কেবল মাত্র আমার না,,,এটি সাতক্ষীরাবাসির ভালবাসার সম্মান। তিনি সকলের সহযোগীতা ও দোয়া কামনা করে সাতক্ষীরার ক্রীড়াঙ্গনকে আরো আলোকিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসরাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাফিজুর রহমান, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, ফুটবল কোচ ইকবাল কবির খান বাপ্পী।
ক্রীড়া ধারাভাষ্যকর মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, ক্রীড়া সংগঠক আলহাজ্ব আব্দুর রহিম বাবু, ক্রীড়া সংগঠক ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের সভাপতি আঃ রশিদ কচি, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পাবলিক ইনস্টিটিউট সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী জাহিদ, জেলা রেফারি হারুন খান, রেফারি রফিকুল ইসলাম, পৌর প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন, আলফাজ হোসেন, কাউন্সিলর জে,এম শফিউল আলম, কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন, পৌর প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, ক্রীড়া ব্যক্তিত্ব দিলীপ ঘোষ, রেফারি মিয়া ফারুক হোসেন স্বপন, মাসউদ পারভেজ মিলন, ধারাভাষ্যকর জাহাঙ্গীর হোসেন সহ সূধি ও অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি তৈয়ব হাসান বাবুকে পৌরসভা, ক্রীড়া সংস্থা, ফ্রেন্ডস স্পেটিং ক্লাব, স্বেচ্ছাসেবি সামাজিক সংগঠন সেবা ও কলারোয়া ফুটবল রেফারি এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা, জার্সি ও ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয়। একই মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট (বালক অনুর্ধ -১৭) পৌরসভা একাদশ ও কেরালকাতা ইউপি একাদশ মুখোমুখি হয়।