কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় জাতীয় কন্যা শিশু দিবস-২২’ উৎযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উপজেলা চত্বর হয়ে র্যালিটি গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয়।
“সময়ের অঙ্গিকার, কন্যা শিশুর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রুলী বিশ্বাস।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কন্যা শিশুদের যথাযথ শিক্ষা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কন্যা শিশুদেরকে বিকশিত করতে সরকারের রুপকল্প বাস্তবায়নে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম রোকনুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী ও অসংখ্য শিশু কন্যার অভিভাবকবৃন্দ।