দীপক শেঠ, কলারোয়া প্রতিনিধি :
কলারোয়ায়ায় জাতীয় কন্যা শিশু দিবস-২০’ উদযাপিত পালিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘শিক্ষা-পুষ্টি নিশ্চিত করি, শিশু বিয়ে বন্ধ করি’এ প্রতিপাদ্য সামনে রেখে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু। অন্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশীদসহ বিভিন্ন দপ্তরের কর্মর্তাবৃন্দ। সভায় বক্তারা, কন্যা শিশুদের প্রতি বৈষম্য দেখানো চলবে না, তাদের নির্যাতনের হাত থেকে রক্ষা করতে হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।