হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২২’ উৎযাপিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় জাতীয় উৎপাদশীলতা দিবস-২২’ উৎযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার(২ অক্টোবর) সকাল ১১ টায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেন্জ মোকাবিলায় উৎপাদনশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস জানান, শুধু শিল্প নয়, কৃষি ও শিক্ষাসহ অন্যান্য অনেক ক্ষেত্রেই উৎপাদনশীলতার বৃদ্ধি করা যেতে পারে। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার প্রাকৃতিক ও ভৌগলিক অবস্থান বিবেচনা করে কৃষিতে গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটার চাষ, শাক সবজি, আম সহ বিভিন্ন ফলের উৎপাদন বৃদ্ধির প্রতি গুরুত্ব আরোপ করেন। এসময় উপস্থিত ছিলেন অফিস স্টাফ বেনজির আহমেদ, আব্দুর মান্নান, আব্দুল হালিম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সূধিবৃন্দ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন