কলারোয়া (সাতক্ষীর) প্রতিনিধি :
কলারোয়ায় জেলা পরিষদের উদ্যোগে অসহায়,কর্মহীন ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনা ভাইরাসের প্রার্দুভাবে অসহায় পরিবারের মাঝে উপহার হিসাবে এই সকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (২১ আগষ্ট) সকাল সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য, উপজেলা আ’লীগের সহ- সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব শেখ আমজাদ হোসেনের উপস্থিতিতে পৌরসদরের নিজস্ব কার্যালয়ে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতৃবৃন্দসহ উপকারভোগীগণ। উল্লেখ্য, অসহায় ১০০ শত পরিবারের মাঝে বিতরণকৃত প্যাকেটজাত খাদ্য সামগ্রীর মধ্যে ১০ কেজি চাউল, ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি আলু ছিলো বলে জানা যায়।
