হোম অন্যান্যলিড নিউজ কলারোয়ায় করোনা সন্দেহে ৬০ ঊর্ধ্ব বৃদ্ধাকে রাস্তায় ফেলে পালালো স্বজনরা

কলারোয়ায় করোনা সন্দেহে ৬০ ঊর্ধ্ব বৃদ্ধাকে রাস্তায় ফেলে পালালো স্বজনরা

কর্তৃক
০ মন্তব্য 134 ভিউজ

কিশোর কুমার/দীপক শেঠ :

মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনও হয় না মানুষ। মানুষের যখন মানবতা ভূলুণ্ঠিত হয় মানুষ তখনই পশুতে রূপ নেয়। তাই আজ প্রশ্ন এসে যায় মানবতা আজ কোথায়? এমনই এক অমানবিক হৃদয়বিদায়ক ঘটনা ঘটেছে সোমবার(১৫জুন)দুপুরে সাতক্ষীরায় কলারোয়ার উপজেলায় । অমানুষের মত করোনা সন্দেহে একজন ৬০ ঊর্ধ্বে বৃদ্ধা মহিলাকে রাস্তায় ফেলে পালিয়ে গেছে তার স্বজনরা।

এতক্ষণে বললাম কলারোয়ার সেই অসুস্থ বৃদ্ধা ফেরদৌসি বেগমের(৬০) কথা। স্থানীয়দের বক্তব্যে জানা যায়, পুলিশ সংবাদে পেয়ে ঐ মহিলাকে উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে স্বজনদের কাছে । এসময় পুলিশের পক্ষ থেকে কিছু ওষুধ কেনার জন্য কিছু নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এ বিষয়ে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনে কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি সত্যিই অমানবিক। আমি ‘ঘটনাটি শুনে কলারোয়া থানা পুলিশকে সাহেবকে অবহিত করি । তিনি তাৎক্ষণিক-ভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে স্বজনদের কাছে হাতে তুলে দেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান, ‘আমি বিষয়টি শুনে তাৎক্ষণিক-ভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মহিলাটিকে উদ্ধার করে তার বোনের মেয়ে শাহিদার হাতে তুলে দেয়া হয়েছে।’তিনি আরও জানান, মহিলাটি অসুস্থ, কথা বলতে পারছেন না। এ জন্য বিস্তারিত জানা সম্ভব হয়নি। তবে, একজন বৃদ্ধা মানুষের সঙ্গে এমন অমানবিক আচরণে আমরাও বিস্মিত হয়েছি।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন