কলারোয়া (সাতক্ষারা) প্রতিনিধি :
কলারোয়ায় করোনা ভাইরাস বিস্তার রোধে করোনীয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলার ১২ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সচিবদের সাথে করোনা প্রতিরোধে করোনীয় বিষয়ক আলোচনা করা হয়।
শনিবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।
সভায় সকল ইউনিয়নবাসির করোনা ভ্যাক্সিন (টিকা) গ্রহন বাধ্যতামূলক করার লক্ষ্যে নতুন করে টিকা গ্রহন না করা ব্যক্তিদের তালিকা প্রনয়ন ও মাস্ক পরিধান সহ সরকারি ৫ দফা বিধি নিষেধ মেনে চলার উপর গুরুত্ব দেয়া হয়।
আন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, মোয়াজ্জেম হোসেন, স.ম মোরশেদ আলী, রবিউল হাসান, আফজাল হোসেন হাবিল, বেনজির হোসেন হেলাল, এম.এ কালাম, বিশাখা তপন সাহা, ডালিম হোসেন, মাহফুজুর রহমান নিশান, শেখ সোহেল রানা সহ ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ।