দীপক শেঠ, কলারোয়া( সাতক্ষীরা) :
কলারোয়ার কেঁড়াগাছিতে প্রয়াত এ্যাডঃ কিনুলাল গাইন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক কেঁড়াগাছি একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার(১ জানুয়ারী) বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলায় টাইব্রেকারে ৫-৪ গোলে কলারোয়া ফুটবল একাডেমিকে হারিয়ে স্বাগতিকরা কেঁড়াগাছি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনামাটি যুবসংঘ আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কেঁড়াগাছি বনাম কলারোয়া অংশগ্রহণ করে। খেলায় কোন দল গোল করতে না পারায় টাইব্রেকারে ৫-৪ গোলে কেঁড়াগাছি জয়লাভ করে।
খেলাটি পরিচালনা করেন নাসিরউদ্দিন, মাসুদ পারভেজ মিলন ও মোশারফ হোসেন।
ধারাভাষ্যে ছিলেন সমাজকর্মী তৌহিদুজ্জামান।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় কেঁড়াগাছির গোলকিপার মোহন।
খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ। মাঠে অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন, প্রয়াতের কনিষ্ঠ ভ্রাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র গাইন, থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দিন মৃধা, ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, আ.লীগ নেতা রবিউল আলম মল্লিক, প্রভাষক হুমায়ুন কবির, প্রধান শিক্ষক বিমল চন্দ্র ঘোষ, প্রয়াতের মেজ ভাই আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, আ’লীগ নেতা মারুফ হোসেন, প্রয়াত কিনুলাল গাইনের সহধর্মিনী স্বর্ণলাল গাইন, পুত্র এড. সব্যসাচী সাগর গাইন, ইউপি সদস্য ইয়ার আলী, মনসুর আলী বিশ্বাস, আব্দুল গফুর, মহিদুল ইসলাম, মাস্টার আতিয়ার রহমান, ক্রীড়াব্যক্তিত্ব কপাই নেতা আবু তাহের মোল্লা, শাহাদাত হোসেন শ্যামল, সাংবাদিক জুলফিকার আলী, সরদার জিল্লুর রহমান, আজমল হোসেন বাবুসহ অসংখ্য ক্রীড়প্রেমী দর্শকবৃন্দ। উল্লেখ্য, খেলায় চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ ৬০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ট্রফিসহ ৪০ হাজার টাকা নগদ প্রদান করা হয়।