হোম খেলাধুলা কলারোয়ায় এস,এস, ক্রিকেট একাডেমি ১ উইকেটে জয়ী

কলারোয়ায় এস,এস, ক্রিকেট একাডেমি ১ উইকেটে জয়ী

কর্তৃক Editor
০ মন্তব্য 89 ভিউজ

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়ায় তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের ব্যাবস্থাপনায় যশোর এস,এস, ক্রিকেট একাডেমি বনাম তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের মধ্যে এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৪ ডিসেম্বর) সকাল ৯ টায় সরকারী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জয়লাভ করে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব ব্যাটিং করে ৩৯.৩ বল খেলে সব কয়টি উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে।

দলের পক্ষে সাজু সব্বোর্চ ৪১ ও মেহেদি ৩৮ রান করতে সক্ষম হয়। বোলিং এ বিপক্ষ দল যশোরের সাদমান ৩ টি উইকেট লাভ করে। জবাবে যশোর ৩৬.২ বলে ৯ উইকেট হারিয়ে ২০৩ রান করে ১ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিজয়ী দল যশোর এস,এস, ক্রিকেট একাডেমির পক্ষে সব্বোর্চ সাদমান ৭২ বলে ১০৬ রান সংগ্রহ করে। বোলিং তুলসীডাঙ্গার পক্ষে সুদীপ ৩ ও সাগর ২ টি করে উইকেট লাভ করে। যশোরের সাদমা ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। আম্পায়ার এর দায়িত্ব পালন করেন মিজানুর রহমান ও সাগর। খেলাটি উপভোগ করেন এ্যাড: কাজী হাবিব, ধারাভাষ্যকর শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, মাস্টার আঃ ওহাব মামুন, ক্রীড়া সংগঠক বাবলু, বাপ্পীসহ বিপুল সংখ্যাক ক্রীড়াপ্রেমী দর্শক।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন