হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় এবার কেঁড়াগাছি ইউনিয়নে ১ নারীর করোনা পজিটিভ শনাক্ত

কলারোয়ায় এবার কেঁড়াগাছি ইউনিয়নে ১ নারীর করোনা পজিটিভ শনাক্ত

কর্তৃক
০ মন্তব্য 99 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি:

কলারোয়ায় এবার কেঁড়াগাছি ইউনিয়নে ১ নারীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে এই পর্যন্ত উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে তবে প্রথম ২ জন আক্রান্ত ব্যক্তির দুই দফা রিপোর্টে নেগেটিভ এসেছে বলে সূত্র জানায়। ৫নং কেঁড়াগাছি ইউনিয়নে নতুন করে শনাক্ত হওয়া নারী ঢাকা ফেরত বালিয়াডাঙ্গা বাজার সংলগ্ন এলাকার সাবুর আলীর ছোট মেয়ে সুমি আফরিন(২৩)। তিনি ঢাকায় তার স্বামীর সাথে বসবাস করতেন। সম্প্রতি তিনি পিতার বাড়ি বালিয়াডাঙ্গা আসেন। সোমবার (১৫ জুন) বিকেলে করোনা পজিটিভ রিপোর্ট আসার পর বালিয়াডাঙ্গার ওই যুবতীর বর্তমান অবস্থান করা পিতার বাড়িসহ ৪/৫টি বাড়ি ও দোকান লকডাউন করা হয়েছে। কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান জানান- ‘গত ৪জুন নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। সোমবার তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।’ কলারোয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মুনীর-উল-গীয়াস জানান, ‘ওই যুবতীর বর্তমান অবস্থান করা পিতার বাড়িসহ ৪/৫টি বাড়ি ও পার্শ্ববর্তী একটি ঔষধের দোকান লকডাউন করা হয়েছে। লকডাউনের পর আক্রান্ত ব্যক্তিকে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক পরামর্শ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, থানা পুলিশের এসআই শেখ সাঈদ প্রমুখ। এদিকে, বালিয়াডাঙ্গা বাজারে মাস্ক না ব্যবহার করার অপরাধে ৩ জনকে ৬০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন। অপরদিকে, স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান বলেন- ‘সোমবার পর্যন্ত উপজেলায় ৩৬৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে, ৪০টির মতো রিপোর্ট এখনো হাতে পাইনি। যতগুলো রিপোর্ট এসেছে তার মধ্যে ১০জনের পজিটিভ, বাকীসব নেগেটিভ। এছাড়া নারায়ণগঞ্জে নমুনা দিয়ে পজিটিভ একজন। সবমিলিয়ে এ পর্যন্ত উপজেলায় ১১জন করোনা পজিটিভ ছিলো। তবে উপজেলার প্রথম করোনা শনাক্ত চন্দনপুর ইউনিয়নের দাড়কি গ্রামের মাজেদুল ইসলাম ও তার স্ত্রী মিমের ইতোমধ্যে দুই দফা ফলোআপ রিপোর্ট নেগেটিভ আসায় রবিবার তাদেরকে করোনামুক্ত ঘোষণা করে সেখানে লকডাউন প্রত্যাহার করা হয়েছে।’ উল্লেখ্য, চন্দনপুর ইউনিয়নের দুই জন করোনামুক্ত ঘোষণার পর এখন পর্যন্ত নতুন আক্রান্তসহ উপজেলার ৯জন শনাক্ত থাকলো। এরমধ্যে চন্দনপুর ইউনিয়নে ৪জন, জালালাবাদ ইউনিয়নে ১জন, দেয়াড়া ইউনিয়নে ২জন, লাঙ্গলঝাড়া ইউনিয়নে ১জন ও সর্বশেষ কেঁড়াগাছি ইউনিয়নে ১জন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন