হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় এবার একই দিনে ৪ ব্যক্তির করোনা পজিটিভ; মোট আক্রান্ত ২৩, সুস্থ ১০

কলারোয়ায় এবার একই দিনে ৪ ব্যক্তির করোনা পজিটিভ; মোট আক্রান্ত ২৩, সুস্থ ১০

কর্তৃক
০ মন্তব্য 184 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি :

কলারোয়ায় এবার একইদিনে ৪ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। অপরদিকে করোনা ভাইরাসে আক্রান্ত ৪ ব্যক্তিকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। সোমবার (২৯জুন) কলারোয়া হাসপাতাল সূত্রে এসকল তথ্য জানা যায় । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান জানান, নতুন করে শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন (১) উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের রাজপুর গ্রামের আনারুল ইসলামের পুত্র মঞ্জিরুল ইসলাম(২৫), (২) হেলাতলা ইউনিয়নের দিগং গ্রামের মৃত: করিম বকস’র পুত্র আনারুল ইসলাম(৪৫), (৩) কুশোডাঙ্গা ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের নূর আলীর পুত্র আব্দুর রউফ(৪৮) ও (৪) কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এসএসিএমও হিসাবে কর্মরত ফরহাদ হোসেন (৪৩)। তিনি কলারোয়া পুরাতন বাসস্টান্ডে নবজীবন বিল্ডিং এ বসবাস করেন। গত ২৫ জুন তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠালে ২৯জুন সোমবার আসা রিপোর্টে করোনা পজিটিভ শনাক্ত হয়। সকল শনাক্তদের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানা যায়। অপরদিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোর্দ্দ এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত ৩ ব্যক্তি ও জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামের আক্রান্ত ১ ব্যক্তির নমুনায় দফায় দফায় নেগেটিভ হওয়ায় ২৯ জুন সোমবার তাদেরকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে বলে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়। ফলে, ইতোমধ্যে ১০ জন করোনামুক্ত হলেন চন্দনপুর ইউনিয়নের ৬ জন, দেয়াড়া ইউনিয়নে ৩ জন ও জালালাবাদ ইউনিয়নে ১ জন। ফলে এ পর্যন্ত নতুন করে আক্রান্ত ৪ জনসহ মোট ১৩ জন করোনা শনাক্ত ব্যক্তি চিকিৎসাধীন রইলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কলারোয়া উপজেলার পৌরসদরে নতুন আক্রান্ত একজনসহ ৬, দেয়াড়া ইউনিয়নে ১, লাঙ্গলঝাড়ায় ১ , কেঁড়াগাছি ১ জন, কয়লা ১ জন, নতুন আক্রান্ত সোনাবাড়িয়া ইউনিয়ন ১ জন, হেলাতলা ইউনিয়ন ১ জন ও কুশোডাঙ্গা ইউনিয়নে ১জনসহ মোট ১৩ ব্যক্তি করোনা পজিটিভ শনাক্ত রয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন