কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় সকল সিআইজি সমবায় সমিতির উদ্যোগে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ- (এনএটিপি-২) প্রজেক্টের এআইএফ-২ ম্যাচিং গ্রান্ট এর বাধাগ্রস্থদের জন্য সিআইজি খামারীরা প্রকল্প পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার(১৯ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কাকডাঙ্গা গাভী পালন সিআইজির সভাপতি কামরুল ইসলাম।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন সিআইজি সমবায় সমিতির ওই বিক্ষোভ সমাবেশে একাত্মতা প্রকাশ করে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিআইজি সমবায় সমিতির সদস্য মফিজুল ইসলাম, আরশাদ আলী, রুহুল কুদ্দুস, নজরুল ইসলাম, সেলিম হোসেনসহ সমিতির সদস্যবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার এনএটিপি -২ প্রকল্প ভুক্ত সিআইজি ২০০৯ সালে প্রাণি সম্পদ অফিসের মাধ্যমে ৩৯ টি সমবায় সমিতির লাইসেন্সের মাধ্যমে সমিতি গঠন করা হয়। উক্ত প্রকল্পের ৭৮০ জন সিআইজি ও নন সিআইজি প্রশিক্ষন প্রাপ্ত ১ হাজার ৯৫০ জনকে নিয়ে যার কার্যক্রম চলমান রয়েছে। ইতোপূর্বে এনএপিটি-২ ম্যাচিগ্রান্ট পেয়ে ১১টি সমবায় সমিতির সদস্যবৃন্দ সুযোগ সুবিধা পেয়ে আসছেন। এক শ্রেণীর মানুষের বিরোধীতায় প্রকল্পগুলি সাময়িকভাবে বন্ধ হওয়ায় সমিতির সদস্যরা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে উপজেলার ক্ষতিগ্রস্থ ৭৮০ জন খামারীর ওই প্রকল্পগুলি তদন্তপূর্বক পুনঃরায় চালু করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। সমাবেশ শেষে সিআইজি সমবায় সমিতির সদস্যরা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাসের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন বলে জানা যায়।