হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় এক সন্তানের জননীর আত্মহত্যা, লাশ মর্গে প্রেরণ

কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় এক সন্তানের জননী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।  ঘটনাটি ঘটেছে, উপজেলার ৯ নং হেলাতলা ইউনিয়নের দক্ষিন দিগং গ্রামের বদ্দি পাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায়।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের মালায়েশিয়া প্রবাসি মনিরুজ্জামানের স্ত্রী নাসরিন পারভীন( ২৮) রবিবার সকাল ১০ টার দিকে নিজ ঘরের আঁড়ায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা বেছে নেয়। বিষয়টি জানতে পেরে এলাকার মহিলারা ছুটে এসে তাকে উদ্ধার করে  বাঁচানোর চেষ্টা করে কিন্তু ততক্ষন নাসরিন পারভীন মৃত্যুর কোলে ঢলে পড়ে।

আত্মহননকারীর মাতা ও ভাসুর ( স্বামীর বড়ভাই আশরাফুজ্জামন) তার আত্মহত্যার পিছনে কোন কারন আছে কিনা সেটি জানাতে পারেননি। এলাকাবাসীও এখনও পর্যন্ত আত্মাহত্যার রহস্য উৎঘাটন করতে পারেনি বলে জানা যায়।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা জানান, আত্মহত্যার কারনে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে তবে আত্মহননকারীর লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন