দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা) :
কলারোয়ায় পৌর সদরে আল ফেরদাউস জামে মসজিদে উন্নয়নমূলক টাকার চেক বিতরণ করা হয়েছে। শনিবার(২০ নভেম্বর) সন্ধায় ঝিকরা কলেজ পাড়ায় আল ফেরদাউস জামে মজিদের উন্নয়নে জেলা পরিষদের বরাদ্দকৃত ৫০ হাজার টাকার চেক বিতরন করা হয়।
সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শেখ আমজাদ হোসেনের নিজস্ব কার্যালয় থেকে ওই চেক হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি একাব্বর মোড়ল, সাধারন সম্পাদক আ’লীগ নেতা এনায়েত খান টুনটু, সমাজ সেবক মাগফুর রহমানসহ সদস্যবৃন্দ।
উল্লেখ্য, আল ফেরদাউস জামে মজিদের উন্নয়নকল্পে পূর্বে জেলা পরিষদ থেকে ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে বলে জানা যায়।
