হোম Uncategorized কলারোয়ায় আ’লীগের ৭১’তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কলারোয়ায় আ’লীগের ৭১’তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কর্তৃক
০ মন্তব্য 90 ভিউজ

কলারোয়া প্রতিনিধি:

কলারোয়ায় আওয়ামীলীগের ৭১’তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। সংগ্রাম, উন্নয়ন ও অর্জনে গৌরবদীপ্ত পথ চলার প্রত্যয় নিয়ে মঙ্গলবার (২৩জুন) সকালে উপজেলা আ’লীগের আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত ’জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের’ প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে অন্যদের মধ্যে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র (ভারপ্রাপ্ত) মাস্টার মনিরুজ্জামান বুলবুল, কেন্দ্রীয় ছাত্রলীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক নাহিদ হাসান ফাহিম,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল,ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে,ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, আ’লীগ নেতা ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাড: শেখ কামাল রেজা, খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস সালাম, আ’লীগ নেতা আব্দুর রহমান,পৌর আ’লীগ নেতা সহিদুল ইসলাম,আ’লীগ নেতা মাস্টার হাফিজুর রহমান,আ’লীগ নেতা আনছার আলী, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আশিকুর রহমান মুন্না,আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন, যুবলীগ নেতা সাঈদ আলী, ছাত্রলীগ সভাপতি ফাহিম হোসেনসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে বিকালে পশুহাট সংলগ্ন এলাকায় উপজেলা আ’লীগ কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা কামরুল ইসলাম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন