হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় আ’লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উৎযাপন

কলারোয়ায় আ’লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উৎযাপন

কর্তৃক Editor
০ মন্তব্য 179 ভিউজ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় যথাযথ মর্যাদায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ’করোনা ভাইরাস’র কারনে সীমিত পরিসরে’ মহান বিজয় দিবস উৎযাপন করা হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র (ভারপ্রাপ্ত) মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, পৌর আ’লীগের সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, আ’লীগ নেতা আনছার আলী, মহিলা আ’লীগ নেত্রী রহিমা বেগম কাজলসহ দলীয় নেতা-কর্মীবৃন্দ। বিকাল ৪টায় উপজেলা আ’লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় আ’লীগের যুগ্ম সম্পাদক ভারপ্রাপ্ত পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, আ’লীগ নেতা অধ্যাপক ইউনুছ আলী, পৌর আ’লীগ নেতা সহিদুল ইসলাম, আ’লীগ নেতা পৌর কাউন্সিলর মেজবাহ উদ্দীন দিলু, কাউন্সিলর মফিজুল ইসলাম, আ’লীগ নেতা আনছার আলী, আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আশিকুজ্জামান মুন্না, সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন, সাঈদ আলীসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সব শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন