হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় আ’লীগের উদ্যোগে ’বঙ্গবন্ধু এভিনিউ’তে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

কলারোয়ায় আ’লীগের উদ্যোগে ’বঙ্গবন্ধু এভিনিউ’তে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

কর্তৃক
০ মন্তব্য 83 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া :
কলারোয়ায় আওয়ামীলীগের উদ্যোগে ’বঙ্গবন্ধু এভিনিউ’তে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (রক্তাক্ত বিভীষিকাময় ২১আগস্ট) বিকালে পৌরসদরের পশুহাট সংলগ্ন আ”লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ’নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিনে’র স্মৃতিচারণ করেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

সভায় উপজেলা আ’লীগের সিনিয়র সভাপতি আলহাজ্ব মাস্টার খায়বার হোসেনের সভাপতিত্বে নৃশংসতা ও বর্বরোচিত হামলার সেই ভয়াল দিনের কথা স্মরন করে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ’লীগের শিক্ষা বিষয়ক উপ-কমিটিরি সদস্য এস এম আমজাদ হোসেন.কেন্দ্রীয় ছাত্রলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক নাহিদ হাসান শাহীন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর মেয়র (ভারপ্রাপ্ত) মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, আ’লীগ নেতা প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, পৌর আ’লীগের সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, আ’লীগ নেতা সাংবাদিক আব্দুর রহমান, আ’লীগ নেতা আনছার আলী, আ’লীগ নেতা মাস্টার হাফিজুর রহমান, খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস সালাম, ইউনিয়ন আ’লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, আ’লীগ নেতা মফিজুল ইসলাম, আ,লীগ নেতা পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি, পৌর কাউন্সিলর মফিজুল ইসলাম, পৌর কাউন্সিলর মেজবাহউদ্দীন দিলু, মহিলা আ’লীগ নেত্রী রহিমা বেগম কাজল, আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন,আ’লীগ নেতা সাহেব আলী, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আশিকুর রহমান মুন্না,যুবলীগ নেতা আবু সাঈদ,ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান ফাহিম, ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদসহ আ’লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

উল্লেখ্য, বক্তারা ২০০৪ সালের ২১ শে আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন আখ্যায়িত করে ভয়াল সেই দিনের বিরোধীদলীয় নেত্রী, বঙ্গবন্ধুর কণ্যা,বর্তমান দেশের প্রধানমন্ত্রী,দেশরত, জননেত্রী শেখ হাসিনার হত্যার উদ্দেশ্যে বঙ্গবন্ধু এভিনিউ’র জনসভায় বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ মোট ২৩ জন নেতা-কর্মী দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে শহীদের মর্যাদায় আসিন হয়েছেন। সব শেষে নৃশংস হত্যাকান্ডের ১৬তম বার্ষিকীতে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান এবং গ্রেনেড হামলায় সেদিন যারা আহত হয়েছিলেন তাদের মঙ্গল কামনা করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন