দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা) :
কলারোয়া আলিয়া ফাজিল মাদ্রাসার নব নির্মিত চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬জানুয়ারী) বেলা সাড়ে ১১ টায় প্রধান অতিথি হিসাবে ভবনের উদ্বোধন করেন তালা- কলারোয়া আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
শিক্ষক শেখ শাহাজাহান আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, শিক্ষাবিদ প্রফেসর আবু নসর, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, আ’লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমান সহ ইউপি চেয়ারম্যানবৃন্দ, সূধি, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, উন্নয়ন প্রকল্পের আওতায় চারতলা নতুন ভবন নির্মানে ৩ কোটি ২৯ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানা যায়।
