হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় আলাইপুরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত

দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা) :

কলারোয়ায় আলাইপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০২২/২৩ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ।। প্রজেক্ট(এনএটিটি-২)(১ম সংশোধিত)’র আওতায় বাস্তবায়িত ফলন পার্থক্য কমানো প্রদর্শনীর ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২৯ জানুয়ারী) বিকাল ৪ টায় কয়লা ইউনিয়নের আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন কয়লা ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা।

উক্তানুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা আবজারুর রহমান। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কৃষি কর্মকর্তা ইউনুচ আলী, আদর্শ কৃষক আতিয়ার রহমান সহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, সূধি ও প্রান্তিক কৃষক- কৃষানীগণ। বক্তারা, রবি-২২/২৩ ফসল সরিষা জাত বারি-১৪ চাষাবাদে আরো উৎসাহিত হতে আহবান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন