হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় আবারও ৫ ব্যক্তির করোনা শনাক্ত, আক্রান্তের সংখ্যা- ৩১, করোনামুক্ত-১১

কলারোয়ায় আবারও ৫ ব্যক্তির করোনা শনাক্ত, আক্রান্তের সংখ্যা- ৩১, করোনামুক্ত-১১

কর্তৃক
০ মন্তব্য 110 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া :
কলারোয়ায় আবারও ৫ ব্যক্তির করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা ৩১ এ পৌঁছালো। মঙ্গলবার (৭ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ তথ্য পাওয়া যায়। এ পর্যন্ত ৩১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসলেও ইতোমধ্যে ১১ জন করোনামুক্ত হয়েছেন।

এ নিয়ে বর্তমানে উপজেলায় ২০ জন করোনা আক্রান্ত থাকলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান। নতুন আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস।

৭ জুলাই আসা রিপোর্টে নতুন করে শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন কেরালকাতা ইউনিয়নের প্রয়াত ইউপি চেয়ারম্যান আ: হামিদের স্ত্রী আফরোজা বিলকিস(৬০),পৌরসদরের তুলশীডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের পুত্র মামুন ইসলাম(২৯), পৌরসভার মুরারীকাটি উত্তরপাড়া গ্রামের মৃত: আব্দুর রউফের পুত্র শেখ এমরান হোসেন(৪২),পৌরসদরের আব্দুল মমিনের স্ত্রী মিসেস লিপিয়া খাতুন (৩৩) ও দেয়াড়া ইউনিয়নের মাঠপাড়া এলাকার রাজ আলী গাজীর পুত্র আজিজুল ইসলাম (৪৩)।

গত ১ জুলাই তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিলো। ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান আরও জানান, আজ পর্যন্ত ৫৫৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ৪৮৬ জনের রিপোর্ট এসেছে।’ উল্লেখ্য, এ দিকে নতুন করে আক্রান্ত ৫ জনসহ মোট ২০ জন করোনা শনাক্ত ব্যক্তি চিকিৎসাধীন থাকলেন।

তারমধ্যে পৌরসদরে ৯,উপজেলার দেয়াড়া ইউনিয়নে নতুন একজনসহ ২, লাঙ্গলঝাড়ায় ১, কেঁড়াগাছি ১, কয়লা ১, সোনাবাড়িয়া ১, হেলাতলা ১, কুশোডাঙ্গা ১, জালালাবাদ ১, যুগিখালী ইউনিয়নে ১জন ও কেরালকাতা ইউনিয়নে নতুন আক্রান্ত ১জন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন