হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কলারোয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কর্তৃক
০ মন্তব্য 149 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি (সাতক্ষীরা):

কলারোয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। মঙ্গলাবার (৮ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘সবাই হব স্বাক্ষর, আর দক্ষ, একুশ শতকে এই আমাদের লক্ষ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে,উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত র‌্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিতি হয়। ’সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল-শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, উপজেলা শিক্ষা অফিসার মোজাফ্ফার হোসেন, থানার (তদন্ত) পুলিশ পরিদর্শক বোরহান উদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সমাজসেবা অফিসার ফারুক হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল। অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, সহকারী শিক্ষা অফিসার রবি শংকর দেওয়ান, আশেকুজ্জামান, হুমায়ুন কবির, প্রধান শিক্ষক পারুল আক্তার, আহসান উল্লাহ, অফিস স্টাফ বেনজির আহম্মেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন